প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024 ইং || প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩ আসামী গ্রেফতার
হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩ আসামী গ্রেফতার
বাসুদেব সরকার, চাঁদপুর প্রতিনিধি :
হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক সিআর সাজা পরোয়ানা মূলে ১ জন, জিআর সাজা পরোয়ানা মূলে ১ জন ও জিআর ১ জনসহ মোট ৩ জন আসামী গ্রেফতার। শনিবার (১৯ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশ হাজীগঞ্জ থানাধীন শ্রীপুর, মৈশামুড়া ও মকিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে আসামীদেরকে গ্রেফতার করেন।
শনিবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুর জেলা পুলিশের ফেসবুক ভেরিফাইড পেইজ হতে এই তথ্য জানা যায়। চাঁদপুর ডিস্ট্রিক্ট পুলিশ নামে ফেসবুক ভেরিফাইড পেইজে বলা হয়েছে, অদ্য ১৯/১০/২০২৪খ্রি. তারিখ জনাব মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের সার্বিক দিক নিদের্শনায় অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানা, চাঁদপুর এর তত্ত্বাবধায়নে এএসআই(নিরস্ত্র)/ মোঃ মনিরুল ইসলামসঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানাধীন শ্রীপুর এলাকায় হতে অভিযান পরিচলনা করে সিআর সাজা-৪১৯/২০১৮ মূলে ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড এবং চেকের অর্থ ১৬,০০,০০০/(ষোল লক্ষ টাকা) অর্থদন্ডে দন্ডিত আসামী মোঃ ফখরুল আলম, পিতা-মৃত খোরশেদ আলম, সাং-শ্রীপুর(মজুমদার বাড়ী), থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর ও এসআই(নিরস্ত্র)/ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানাধীন মৈশামুড়া এলাকা হতে অভিযান পরিচলনা করে জিআর সাজা-৭৪/২০২৩ মূলে ০১ (এক) বছর ও ০৬(ছয়) মাস সশ্রম কারাদন্ড এবং নগদ ১০০০/- (এক হাজার টাকা) অর্থদন্ড অনাদায়ে আরোও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোসাঃ নাছিমা আকতার, সাং-মৈশামুড়া, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর এবং এএসআই(নিরস্ত্র)/ মোঃ আব্দুল ওয়াহিদ সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানাধীন মকিমাবাদ এলাকায় হতে অভিযান পরিচলনা করে জিআর-১৫/২০২৩ (হাজীগঞ্জ) মূলে আসামী হৃদয় (২০) সাং-মকিমাবাদ (সর্দার বাড়ি), ০৬নং পৌর ওয়ার্ড, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে যথাযথ আইনি প্রক্রিয়ায় সোপর্দ করা হয়।
© দৈনিক বেলা বার্তা